সূচিতে ফিরুন

ত্রোঁয়া ছিমেরিক

লেখক - পিনাকীশঙ্কর চৌধুরী
img

ত্রোঁয়া ছিমেরিক পিনাকীশঙ্কর চৌধুরী Photo1

হায়রে বিজ্ঞান

(১) সূর্য গ্রহণ

গ্রহণ লেগেছে সূর্যে, শিক্ষক ক্লাশেতে বসে কয়।

"চাঁদটা ঢেকেছে সূর্যে, এটা কোনও রাহুগ্রাস নয়।

রাহুটা কুসংস্কার

মূল্য নাই সে কথার।"

তার এক ঘন্টা পরে যেই না গ্রহণ শেষ হয়।

ভক্তি ভরে "ওঁ গঙ্গা" বলে গঙ্গাজল মুখে লয়।।

***

(২) চন্দ্রগ্রহণ

বোনকে বড়দা বলে,"জেনে রাখ্ চন্দ্রগ্রহণেতে।

পৃথিবীর ছায়াখানা পড়ে গিয়ে চাঁদের পিঠেতে।"

শুনে জ্যাঠা মহাশয়

খুব রেগে গিয়ে কয়,

"ওই পাপ ম্লেচ্ছ কথা কোনদিন নিবি না মুখেতে।

'রাহু চাঁদকে গিলে খায়' পষ্ট লেখা রয়েছে শাস্ত্রেতে"।।

***

(৩) গ্রহণে খেতে নেই

ট্যাঁপা টেঁপি দুজনায় পূর্ণীমাতে ছাদে বসে আছে।

ভাবখানা মাখো মাখো অন্য কেউ নেই ধারে কাছে।

পিসিমা আন্দাজ করে

নীচে থেকে বলে জোরে,

"ওরে টেঁপি পুন্নিমেতে চাঁদের গেরন লেগে গ্যাচে।

ফস করে ফেলিস না যেন কিছু খেয়ে কারো কাচে"।।

***