আমাদের কথা

আমাদের দেশের প্রথম সম্পূর্ণ বিজ্ঞানের বাংলা ই-পত্রিকা আত্মপ্রকাশ করে ১লা অক্টোবর, ২০১১, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর এবং বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক বিমল রায়। এই ই-পত্রিকার লক্ষ্য হল বিজ্ঞানকে সব মানুষের কাছে জনপ্রিয় করা এবং সহজ ভাষায় উপস্থাপন করা। এতে কল্পবিজ্ঞান থেকে শুরু করে বৈজ্ঞানিক নিবন্ধ, ছাত্র-ছাত্রী ও ছোটদের জন্য আলাদা পাতা সহ বিভিন্ন ধরণের জনপ্রিয় বিজ্ঞানের লেখা অন্তর্ভুক্ত রয়েছে।

এই পত্রিকার সম্পাদক ডঃ দীপঙ্কর বসু এবং সহকারী সম্পাদক দেবাশীস দে ও ডঃ শ্রুতিসৌরভ বন্দোপাধ্যায় নিরলসভাবে কাজ করে চলেছেন। উপদেষ্টা হিসেবে রয়েছেন সুজিতকুমার নাহা, পিনাকী শঙ্কর চৌধুরী, কমল বিকাশ বন্দোপাধ্যায়, ডঃ জয়শ্রী পট্টনায়েক এবং সৌম্যকান্তি জানা। পত্রিকার নামকরণ করেছেন ডাঃ অনন্যা বসু এবং নাম অলংকরণ ও প্রচ্ছদ করেছেন সংহিতা দে। কারিগরি সহায়তা প্রদান করেছে DWEB CONSULTANTS PVT. LTD.


যেসব পাঠকরা Registration করবেন, তাঁরা প্রতি মাসে পত্রিকা প্রকাশের সংবাদ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সায়েন্টিফিলিয়ার অন্যান্য কাজকর্ম সম্পর্কে জানতে ও অংশগ্রহণ করতে পারবেন। Registration হবে বিনামূল্যে। মতামত জানানোর মাধ্যমে এই ই-পত্রিকার প্রতিটি লেখা ও অন্যান্য বিষয় উন্নত করতে পারবেন পাঠকরা।

আমরা সকলকে অনুরোধ করছি এই পত্রিকার কথা আপনার পরিচিতদের কাছে Facebook, Twitter, ইমেইল বা মুখেমুখে জানিয়ে দিতে। এই পত্রিকা ৭ই জানুয়ারি নতুনভাবে একটি ফেসবুক গ্রুপ খুলেছে, এবং সকলকে এর সদস্য হওয়ার জন্য আমরা আবেদন করছি। সম্প্রতি, ২৮শে জুন আমরা ইউটিউবে ‘সায়েন্টিফিলিয়া’ চ্যানেল চালু করেছি। সকলকে এটি দেখতে অনুরোধ করছি। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে নতুনভাবে আরম্ভ হতে চলেছে আমাদের এই ই-পত্রিকা, এবং এর সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের দরজা সবসময় খোলা।

বিজ্ঞানের নতুন সংবাদ এবং তথ্য জানতে সায়েন্টিফিলিয়া ফেসবুক গ্রুপের সদস্য হন

Go to Facebook Group