
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা ঘুরছে নিয়ম মেনে,
মহাকর্ষ বলের দ্বারা পরস্পরকে টেনে।
মহাকর্ষ! কোন সে যাদু? জানতে যদি চাও,
নিউটনের সূত্রটা একবার পড়ে নাও।
জানো কি চুম্বকের দুই মেরুর প্রেমের আখ্যান?
পৃথক তারা হয়না কভু, এমন তাদের টান।
এত প্রেম তবুও তাদের মুখ দেখা যে বন্ধ!
আহা…. তাদের প্রেমের মাঝে অদ্ভুত এক দ্বন্দ্ব।
ভোরের পূব আকাশ ছড়ায় যে লাল আভা,
কোথা থেকে পেল সে রঙ হয়েছে কি তা ভাবা?
সূর্যের আলো হলো সাতটি রঙের মেল,
পূবের ওই লাল আভাটা বিচ্ছুরণের খেল।
দেখেছো মেঘ যখন দেয় তীব্র আলোর ঝলকানি,
বলতে পারো কেন কিছু পরে গর্জন তার শুনি?
মহাবিশ্বে আলো ছোটে সবচেয়ে তীব্র বেগে,
তাইতো এসে পৌঁছয় তা শব্দের অনেক আগে।,
জগতটাকে দেখো যদি মনের দরজা খুলে,
জানবে সত্য কারণ সবই, যা রয়েছে মূলে।
পড়ার বইয়ে তখন পাবে অনেক রকম মজা,
মন ভরবে আনন্দে, থাকবে মগজ তাজা।