লেখক - লেখিকাদের প্রতি

১। বিভিন্ন বিষয়ের বিজ্ঞান নিবন্ধ, কল্পবিজ্ঞান, গল্পবিজ্ঞান ( বিজ্ঞানের গল্প ), বিজ্ঞানের ছড়া এই ই- পত্রিকায় পকাশিত হয়। সহজবোধ্য চলিত বাংলা ভাষায় এই সব বিষয়ের উপর লেখা পাঠাতে হবে। লেখায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দিষ্ট বানান ও উপযুক্ত পরিভাষা ব্যবহার করতে হবে। পরিভাষার অভাবে ইংরাজি শব্দটি বাংলা হরফে লিখে বন্ধনীতে ইংরাজি শব্দটি লিখতে হবে।

২) শব্দ সংখ্যা ২০০০ এর মধ্যে হলে ভালো হয়।

৩) লেখা ইউনিকোডে লিখে ( লাইনের মধ্যে নর্মাল গ্যাপ দিয়ে e mail (drdipankarbasu53@gmail.com) এ পাঠাতে হবে।

৪) লেখক লেখিকা লেখার সঙ্গে উপযুক্ত ছবি পাঠাতে পারলে ভালো হয়।

৫) পূর্ণ ঠিকানা , মোবাইল নম্বর,এবং ই মেইল আই ডি প্রত্যেক লেখার সঙ্গে পাঠাতে হবে।

৬) যে কোন লেখার গ্রহণযোগ্যতা, পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জনের বিষয়ে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

৭) লেখা প্রকাশের কথা ফোনে বা ই মেইলে জানানো হবে।

৮) লেখা প্রকাশের তিন মাসের মধ্যে লেখাটি অন্য পত্র পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যাবে না। লেখকের নামে প্রকাশিত বইয়ে এক মাস পরে লেখাটি প্রকাশ করা যাবে।

৯) সোশ্যাল মিডিয়ায় লেখাটি প্রকাশের বিষয়ে লিঙ্ক scientiphilia.com সহ প্রকাশ করা যাবে।

বিজ্ঞানের নতুন সংবাদ এবং তথ্য জানতে সায়েন্টিফিলিয়া ফেসবুক গ্রুপের সদস্য হন

Go to Facebook Group